বাংলাদেশ থেকে কেয়ারগিভার পেশায় কর্মী নেবে জাপান। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে হুইটা জাপান কর্পোরেশন ও এ.কে. খান গ্রুপের সাথে সমঝোতা স্বারক সই করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। মূলত জাপানে বয়স্কদের পরিচর্যার জন্য এই কর্মীদের নেয়া হবে বলে জানিয়েছেন বিএমইটি’র মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
গত ২৩ মার্চ বিএমইটি’র সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। এময় হুইটা জাপান কর্পোরেশনের চেয়ারম্যান ইয়োশিহিরো কবি ও একে এস খান গ্রুপের চেয়ারম্যান একে শামসুজ্জামান নিজ পক্ষে সই করেন। আর বিএমইটি’র পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
শহীদুল আলম বলেন, বাংলাদেশি কেয়ারগিভার অর্থাৎ পরিচর্যাকর্মী নিয়োগ দিবে জাপানি প্রতিষ্ঠান হুইটা জাপান কর্পোরেশন। এ ক্ষেত্রে বিএমইটি’র টিটিসি থেকে যারা ৬ মাসের জাপানি ভাষা কোর্স সম্পন্ন করেছেন এদের মধ্য থেকে বাছাই করে প্রতিব্যাচে ২০জনকে জাপানি ভাষা, কালচার এবং কেয়ারগিভারের উপর বিনামূল্যে আরো ৬ মাস বিশেষ প্রশিক্ষণ দিবে এ.কে. খান গ্রুপের প্রতিষ্ঠান সেন্টার অফ এক্সিলেন্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post