মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসীর সংখ্যা শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশী প্রবাসীরা। সম্প্রতি দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের দেওয়া মাসিক পরিসংখ্যান বুলেটিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বুলেটিনে বলা হয়েছে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওমানে নতুন প্রবাসী এসেছে ৫৭ হাজার ৮৭০ জন। সেই অনুযায়ী ওমানে বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৬৬১ জন। যা গত ডিসেম্বরে ছিলো ৪৫ লাখ ২৭ হাজার ৪৪৬ জন।
দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর প্রবাসী কর্মীর পরিমাণ ছিলো ১.৪০৯ মিলিয়ন সেখানে চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে ১.৪৬১ মিলিয়ন। তবে সরকারি খাতে কর্মরত প্রবাসীদের সংখ্যা গত বছরের তুলনায় ১০.৭ শতাংশ কমেছে। গত বছর ওমানের সরকারী খাতে কর্মরত প্রবাসী নাগরিকের সংখ্যা ছিলো ৩৭ হাজার ৯৯৬ জন। কিন্তু চলতি বছর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯২৮ জন।
ওমানে প্রবাসী নাগরিকদের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। দেশটিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ১৮২ জন। এর পরই রয়েছে ভারতীয় প্রবাসী সংখ্যা। দেশিটিতে ভারতীয় প্রবাসীর সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ১১৪ জন। পাকিস্তানি রয়েছে ২ লাখ ৬ হাজার ৮৩ জন। ফিলিপাইনি ৪৬ হাজার ২৪০ জন, মিশরীয় ৩১ হাজার ৮১৭ জন, শ্রীলঙ্কান ২০ হাজার ৩০৬ জন, নেপালি ১৮ হাজার ৩৬৭ জন, তানজানিয়ান ১১ হাজার ৮৫৪ জন ও সুদানের রয়েছে ৮ হাজার ২০ জন।
সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে মাস্কাটে সবচেয়ে বেশি প্রবাসীর বসবাস। প্রদেশটিতে বর্তমানে প্রবাসীদের সংখ্যা প্রায় ৬ লাখ ৮ হাজার ৫৭১ জন। এর পরেই রয়েছে ধোফার প্রদেশ। যেখানে প্রবাসীর সংখ্যা প্রায় ১ লাখ ৬৮ হাজার ৭৩৯ জন। এরপর যথাক্রমে উত্তর আল বাতিনাতে ২ লাখ ৭ হাজার ৮৬ জন, আল দাখিলিয়াতে ৯৭ হাজার ২৬৭ জন, দক্ষিণ আল বাতিনাতে ৯৮ হাজার ৪৭২ জন, দক্ষিণ আশ শারকিয়াতে ৮৫ হাজার, উত্তর আশ শারকিয়াতে ৭৩ হাজার ৬০৭ জন, আল দাহিরাতে ৪৮ হাজার ৯৩৩ জন, আল বুড়াইমিতে ৩৭ হাজার ৮৬১ জন এবং আল ওস্তায় ২৫ হাজার ৩৮২ জন।
দেশটিতে প্রবাসীদের একটি বিশাল অংশ প্রকৌশলী। প্রায় ৬ লাখ প্রবাসী প্রকৌশল পেশায় জড়িত। যাদের মধ্যে ৪ লাখের বেশি নাগরিক সরাসরি চাকরির সাথে জড়িতে। শিল্প, রাসায়নিক ও খাদ্য শিল্পে জড়িত ১ লাখ প্রবাসী এবং বাকি ১ লাখ নাগরিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা ও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরত রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post