মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাঠে রক্ষণশীল সৌদি আরবের নারীদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়েছে বাহরাইনের নারীরা। টি-টোয়েন্টিতে ৩০০ প্লাস রানের কল্পনাই যেখানে করা যায় না, সেখানে আজ সৌদি আরবের বিপক্ষে বাহরাইনের নারী ক্রিকেট দল খেলেছে ৩১৮ রানের বিশাল ইনিংস। ২৬৯ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বাহরাইনের মেয়েরা।
প্রতিপক্ষ দল দুটির নাম শুনলে ক্রিকেট বিশ্লেষকরা রেকর্ডের খাতা খুলবেন হয়তো। এই দুটি দেশের মেয়েরাও কী তাহলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে? বিশেষ করে সৌদি আরবের মেয়েরা? যে দেশের মেয়েদের চলতে হয় নানা বিধি-নিষেধের মধ্য দিয়ে, সেখানে সৌদি মেয়েরা ক্রিকেট খেলে? এটা অবিশ্বাস্য ব্যাপার।
সেই সৌদি নারীরাই আবার ওমানে খেলতে এসেছে গালফ কো-অপারেশন্স কাউন্সিল ওমেন্স টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল কাপ খেলার জন্য। টুর্নামেন্টের নাম দেখেই বোঝা যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নারীরাই খেলছে এই টুর্নামেন্টে। সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন এবং আরব আমিরাত।
যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টিতে এটা সবচেয়ে বেশি রানের ইনিংস। এর আগে নারী ক্রিকেটেই একবার ৩০০ প্লাস স্কোরের রেকর্ড হয়েছিল টি-টোয়েন্টিতে। ২০১৯ সালে মালির বিপক্ষে ৩১৪ রানের বিশাল ইনিংস খেলেছিল উগান্ডার নারী ক্রিকেট দল। পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আফগানিস্তানের, ২৭৮ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে ২০১৯ সালে আফগানরা গড়েছিল এই স্কোর।
ওমানের মাস্কাট আল আমরাত স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাহরাইনের মেয়েরা। মূলতঃ ভারতীয় এবং শ্রীলঙ্কান বংশোদ্ভূত মেয়েদের নিয়েই গঠন করা বাহরাইন নারী ক্রিকেট দল। ওপেনার থারাঙ্গা গাজানায়েকে ৫৬ বলে খেলেন ৯৪ রানের ইনিংস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post