আহমাদুল কবির, মালয়েশিয়া:
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ব বিদ্যালয় মালয়েশিয়া থেকে এমবিএ ডিগ্রী লাভ করেছেন মাদারীপুরের আলমগীর চৌধুরী আকাশ । সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) এর ৩৬তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে তিনি তার কনভোকেশন গ্রহণ করেন। ১২ মার্চ থেকে শুরু হওয়া ২০ মার্চ পর্যন্ত সমাবর্তন থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক ক্যাটাগরীতে শিক্ষার্থীরা তাদের কনভোকেশন গ্রহণ করেন। এ ছাড়াও সমাবর্তনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো এ্যাবেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়।
আলমগীর চৌধুরী আকাশ ২০১৮ সালে উচ্চতর শিক্ষা গ্রহনের উদ্দেশ্য আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গ্রাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ( ডুয়েল মেজর) ৩.৭০ সিজিপিএ পেয়ে এমবিএ ডিগ্রী শেষ করেন।
আইআইইউএম হল মালয়েশিয়ার অন্যতম সেরা এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। যেখানে বাংলাদেশসহ প্রায় ১২০টি দেশের ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।
আলমগীর চৌধুরী আকাশ বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যায়নরত রয়েছেন। তিনি ঢাকার নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।
পড়াশোনার পাশাপাশি আলমগীর চৌধুরী আকাশ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পিজিএসএস) এর নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে কাজ করছেন।এছাড়াও তিনি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে একজন রিসার্চবফেলো হিসেবে গবেষণা করছেন।
মাদারীপুরের কৃতি সন্তান আলমগীর চৌধুরী আকাশ সকল প্রবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, উচ্চশিক্ষা গ্রহনে মালয়েশিয়া এসেছি, তা যেন সঠিক ভাবে করতে পারি। বিদেশের মাটিতে পড়াশোনার পাশাপাশি আমার অন্যান্য কর্মকান্ড দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post