ওমানে করোনাভাইরাস প্রতিরোধে দেশটির সুপ্রিম কমিটি বেশ কিছু স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা না মানলে জরিমানাসহ গ্রেপ্তারের নির্দেশনাও দেওয়া হয়েছিলো। সম্প্রতি রয়্যাল ওমান পুলিশ দেশটির বিভিন্ন জায়গায় জনসাধারণ মাস্ক না পরায় ও সুপ্রিম কমিটির নির্দেশনা লঙ্ঘন করায় গ্রেপ্তার ও জরিমানা করেছে।
আরও পড়ুনঃ সৌদিতে শিথিল হচ্ছে লকডাউন, চালু হচ্ছে ফ্লাইট
বুধবার আরওপি এক বিবৃতিতে বলেছে, “দক্ষিণ আল বাতিনায় মাস্ক না পরায় বেশ কয়েকজন সাধারণ জনগণকে জরিমানা করেছে স্থানীয় পুলিশ। এছাড়াও এলাকাটিতে সুপ্রিম কমিটির নির্দেশনা না মেনে দোকান পরিচালনা ও জনসমাগম করার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য: ওমানে মাস্ক না পরলে ২০ রিয়াল জরিমানা করে আইন পাশ করে পাবলিক প্রসিকিউশন।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post