বৃষ্টির পানিতে ওমানের রাজধানী মাস্কাটের বিভিন্ন এলাকায় দেখা দেয় ব্যাপক যানজট। এই যানজটে দুর্বিষহ হয়ে উঠে নাগরিক ও প্রবাসীদের জীবনযাত্রায়। তাই এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একটি সভার আয়োজন করেছে পৌরকর্তৃপক্ষ।
সভায় মাস্কাট প্রদেশ জুড়ে ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন, আবাসিক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ, সুরক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন, বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও উপত্যকা ও নিচু এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট যানজট ও ট্রাফিক জ্যাম নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রদেশটিতে সম্প্রতি নেওয়া বিনিয়োগ প্রকল্পগুলোর তিনটি ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়।
মাস্কাট পৌরসভার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে কথা বলতে গিয়ে পৌরসভার প্রধান প্রকৌশলী আল-মাসকারি বলেন, “বন্যার ঝুঁকি এড়াতে ও রাস্তার যানজট কমাতে বৃষ্টির পানির শোধনাগার প্রয়োজন। এছাড়াও যানজট এবং ট্র্যাফিক জ্যাম মোকাবেলায় আমাদের বিভিন্ন প্রকল্প চলমান।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- ওমানে পিতামাতাদের উদ্দেশ্যে পুলিশের নতুন আইনি জারি
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
-
দুবাই প্রবেশে করোনা পরীক্ষা নিয়ে ধুম্রজাল, জেনে নিন সর্বশেষ শর্তগুলো
আমরা আশা করি অতিদ্রুত যানজট নিরসনে আমরা ইতিবাচক জায়গায় পৌঁছাবো। আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মাস্কাট গভর্নর, শুরা কাউন্সিলের সদস্য, ডেপুটি গভর্নর, পৌরসভার মেয়র এবং উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post