প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে বিদেশগামী এবং বিদেশ থেকে ফেরত আসা কর্মীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই মাত্র ২০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন।
সাময়িক এ আবাসস্থলের নাম দেওয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার’। এটি তৈরি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। গতকাল শুক্রবার (১৮-মার্চ) আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সেন্টারে নারী ও পুরুষদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। ১৪০ কাঠার বেশি জায়গা নিয়ে করা সেন্টারটিতে আপাতত ৪৮ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। রমজানের পর এটি আরো বড় পরিসরে চালু হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কর্মীদের জন্য এখানে আপাতত একটি থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক কম মূল্যেই তারা থাকতে এবং খেতে পারবেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও র্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- ওমানে পিতামাতাদের উদ্দেশ্যে পুলিশের নতুন আইনি জারি
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
-
দুবাই প্রবেশে করোনা পরীক্ষা নিয়ে ধুম্রজাল, জেনে নিন সর্বশেষ শর্তগুলো
নতুন এই সেন্টার থেকে যেসব সুবিধা পাবেন প্রবাসীরা, তার মধ্যে রয়েছে: ২০০ টাকায় এক রাত থাকার ব্যবস্থা। রয়েছে সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা। সেইসাথে এখান থেকে প্রবাসী কর্মীদের রিইন্টিগ্রেশন (পুনঃএকত্রীকরণ) এবং অন্যান্য সুযোগ-সুবিধা বা করণীয় সম্পর্কে ব্রিফিং দেওয়া হবে।
কর্মীদের জন্য সেন্টার থেকে বিমানবন্দরে যাতায়াতের জন্য পরিবহন সুবিধাসহ সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা, টেলিফোন সুবিধা, ইন্টারনেট ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এছাড়া কর্মীদের জন্য কাউন্সিলিং ও মোটিভেশনের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও থাকছে।
সেন্টারের আওতায় সুযোগ-সুবিধাগুলো পেতে বিদেশগামী ও ফেরত প্রবাসী কর্মীরা ১০০ টাকা ফি দিয়ে সরাসরি কিংবা অনলাইনে আবেদন করতে পারবেন। সেন্টারে অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ-পত্র, যেমন- পাসপোর্ট ও এয়ার টিকিট কপি, বহির্গমন ছাড়পত্র/মেম্বারশিপ সনদের কপিসহ সংশ্লিষ্ট কাগজ লাগবে। একজন কর্মী একটি সিটের জন্য আবেদন করতে পারবেন। একজন প্রবাসী প্রতিবার সর্বোচ্চ দুই রাত অবস্থান করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post