আগামী দুই দিন ওমানের বিভিন্ন এলাকায় ধূলিঝড় ও সমুদ্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাসের কারণে আগামী দুই দিন দেশটির বেশ কয়েকটি এলাকায় ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই মরুভূমি ও উন্মুক্ত এলাকায় নাগরিকদের না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ওমান সাগরের উপকূলে সমুদ্রের পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসময় সাগরের পানি ২ থেকে আড়াই মিটার পর্যন্ত বাড়তে পারে এমন আশংকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post