করোনা মহামারির মাঝেও বিদেশের মাটিতে সফলতার সাক্ষর রেখে যাচ্ছেন বাংলাদেশী প্রবাসীরা। একের পর এক গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। সেইসাথে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছেন রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে।
গতকাল শুক্রবার ওমানের আল খাবুরা নামক স্থানে নতুন বেশকিছু বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, কার ওয়াশ, আন্তর্জাতিক মানের সেলুন, সবজি ও সি ফুড প্রতিষ্ঠান।
স্থানীয় সময় দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ শফি। ওমানের মাস্কাট সোহার হাইওয়ের কাবুরা নামক স্থানের কসবিয়া আল হোসনি ব্রিজের সামনে গেলেই দেখা মিলবে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই দোকানগুলো। ব্যবসা প্রতিষ্ঠান গুলো দেখে যেকারোরই ভালো লাগবে। সেইসাথে তাদের রেস্টুরেন্টের খাবার খেলে আরো বেশি মুগ্ধ হবেন প্রবাসীরা।
চোখ ধাঁধানো ডেকোরেশন আর উন্নতমানের খাবারের বিশাল সমারোহ নিয়ে চালু করা হয়েছে আল মাদিনা রেস্টুরেন্ট ও কফি শপের। যেখানে বিখ্যাত ইয়ামেনি খাবার থেকে শুরু করে বাংলাদেশী, ওমানি এবং ইরানি সহ বিশ্বের বিভিন্ন দেশের হরেক রকম খাবার রয়েছে তাদের রেস্টুরেন্টে।
মোঃ শফি দীর্ঘদিন যাবত ওমানে অত্যন্ত সুনামের সাথে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে যেকোনো প্রবাসী চলে যেতে পারেন তার রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য ৯৭৮২ ২৪১৬ অথবা ৯১৭০ ৭৪৬৩ এই নাম্বারে কলও করতে পারবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post