প্রবাসী বিনিয়োগকারীরা এখন থেকে ওমানে অর্ধ মিলিয়ন মূল্যের রিয়াল এস্টেটের মালিক হওয়ার সুযোগ পাবেন। দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী ড. খালফান বিন সাইদ আল শুয়াইলির জারি করা মন্ত্রী পর্যায়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, “দেশটিতে প্রবাসী বিনিয়োগকারীরা যারা ৫ লাখ ওমানি রিয়াল মূল্যের আবাসন ইউনিট ক্রয় করবেন, তারা দেশটিতে প্রথম শ্রেণীর আবাসিক কার্ড পাবেন এবং যারা ২.৫ লাখ ওমানি রিয়াল মূল্যের আবাসন ইউনিট ক্রয় করবেন তারা দ্বিতীয় শ্রেণীর আবাসিক কার্ড পাবেন। যে সকল বিনিয়োগকারী প্রথম শ্রেণীর আবাসিক কার্ড অর্জন করবেন তাদের প্রবাসী মালিকানার জন্য একটি একক সম্পত্তির মালিক হতে হবে।
প্রবাসীদের সম্পত্তির মালিকানা রয়্যাল ডিক্রি নং ২৯/২০১৮ এবং মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং ২৯২/২০২০’র অধীনে জারি করা নির্বাহী প্রবিধান। তবে দেশটির কয়েকটি এলাকায় প্রবাসীদের জন্য রিয়েল এস্টেটের মালিকানা নিষিদ্ধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post