গোলাম মাওলা হাজারি, কাতার
কাতারে অবৈধ অভিবাসীদের আগামী ৩১ মার্চ ২০২২ এর মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাতারে বৈধভাবে বসবাস করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রেস পিরিয়ড ব্যবহার করার আবারও তাগিদ দেওয়া হয়েছে। সম্প্রতি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুসন্ধান এবং অনুসরণ বিভাগ সিআইডি অফিসে। সংবাদ সম্মেলন বলা হয়েছে যারা অবৈধ অবস্থায় আছেন তারা যেন ৩১ মার্চের ভেতরে নিদিষ্ট সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করেন, পুলিশের পক্ষ থেকে কোন গ্রেফতার করা হবেনা, এতে ভয়ভীতির কোন কারণ নেই।
সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার। এতে জানানো হয় যেসকল অবৈধ অভিবাসী আইনের মাধ্যমে বৈধ হতে পারবেন না তারা আগামী ৩১ মার্চ ২০২২ এর মধ্যে কোনরকম জেল জরিমানা ছাড়া নিজ দেশে চলে যেতে পারবেন।
এসময় সার্চ অ্যান্ড ফলো আপ বিভাগের গ্রেস পিরিয়ড অফিসার ক্যাপ্টেন কামাল তাহির আল তাইরি এবং ইউনিফাইড সার্ভিসেস বিভাগের ক্যাপ্টেন মোহাম্মদ আলী আল রশিদ সাংবাদিকদের বলেন অবৈধরা আইনি জটিলতা থেকে অব্যাহতি পেতে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তাতে স্থানান্তর করুন অথবা নিজ উদ্যোগে কাতার ত্যাগ করলে আবার নতুন ভিসা নিয়ে কাতারে এসে বসবাস করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে প্রধান ফয়সাল আল হুদাই সহ বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, আমিনুল ইসলাম, কাতার বাংলা প্রেসক্লাব ও বিভিন্ন দেশের সাংবাদিকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post