ওমানের সুলতান কাবুস স্ট্রিট রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে আগামী ৬ মার্চ (শনিবার) পর্যন্ত রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ এক বিবৃতিতে মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, “মাস্কাট পৌরসভার সুলতান কাবুস স্ট্রিটের আল মাওয়ালাহ ব্রিজ থেকে আল সাহওয়া টাওয়ার পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে।
আগামী ৬ মার্চ থেকে আবার চালু করা হবে রাস্তাটি। রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে এই রাস্তাটি। তাই যেসকল নাগরিক এই রাস্তাটি ব্যবহার করছেন তারা আগামী ৬ মার্চ পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৫ মার্চ পর্যন্ত দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের আল নাসিম স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ এক বিবৃততে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “আল নাসিম স্বাস্থ্য কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই কাজের জন্য সাময়িকভাবে হাসপাতালটির সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। রোগীদের প্রয়োজনীয় পরিষেবা পেতে বারকা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post