বিশ্বব্যাপী করোনা সংক্রমণ কমে আশায় ওমান সহ বেশকিছু দেশ তাদের করোনা নীতিমালায় শিথিলতা আরোপ করেছে। আজকের সর্বশেষ খবর অনুযায়ী ওমান, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষা করতে হবেনা। তবে সেক্ষেত্রে অবশ্যই করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকতে হবে।
এক্ষেত্রে যাত্রীরা যে এয়ারলাইনসের টিকিট ক্রয় করেছেন, উক্ত এয়ারলাইনস যদি করোনা পরীক্ষা ছাড়া ফ্লাইটে নেয়, তবে বাংলাদেশ থেকে করোনা পরীক্ষা ছাড়াই যেতে পারবেন। সেক্ষেত্রে বিমানবন্দরে প্রবেশ করে স্বাস্থ্য ডেস্কে না গিয়ে সরাসরি বোডিং কাউন্টারে যেতে হবে। যেহেতু করোনাকালিন সময়ে যেমনিভাবে একেকটি দেশের একেক নিয়ম রয়েছে, ঠিক তেমনিভাবে প্রতিটি এয়ারলাইন্সের ও আলাদা আলাদা কিছু নীতিমালা রয়েছে।
একইসাথে বিভিন্ন দেশে সময়ে সময়ে তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে, তাই সকলকে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের নীতিমালা জেনে নেওয়ার অনুরোধ করা হইলো। যেহেতু বাংলাদেশে থেকে বিদেশ যাত্রায় করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়, তাই বাংলাদেশ থেকে আপনি করোনা পরীক্ষা ছাড়া যেতে পারবেন কি না, নিশ্চিত হতে যে এয়ারলাইনের টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন। অন্যথায় ভোগান্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post