মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, দুবাই ও কাতারের পর এবার প্রবাসীদের দারুণ সুখবর দিলো ওমান। দেশটিতে প্রবেশে এখন থেকে আর যাত্রীদের করোনা পরীক্ষার প্রয়োজন নেই। সোমবার (২৮-ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম।
নতুন নিয়ম অনুযায়ী ওমান প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার যে বিধিনিষেধ ছিল, তা আজ (১ মার্চ) থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ওমানের করোনা প্রতিরোধের সুপ্রিম কমিটি গতকাল এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
দেশটির একটি জাতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, যেসব যাত্রী ওমান সরকার অনুমোদিত করোনার দুই ডোজ নিয়েছে তারা দেশটিতে প্রবেশের পূর্বে কোনো প্রকার কোভিড পরীক্ষা দিতে হবে না। যার ফলে দীর্ঘ দুই বছর ধরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলো তেল সমৃদ্ধ দেশটি।
একই সঙ্গে শীতল করা হয়েছে মাস্কের ব্যবহারও। আজ (১ মার্চ) থেকে বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে, সংকীর্ণ স্থানে পাশাপাশি থাকলে মাস্ক পরিধান করতে হবে। হোটেলে ধারণক্ষমতা শতভাগও করা যাবে বলে এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও জনজীবন স্বাভাবিক করতে বিধিনিষেধ আরোপ শীতল করা হচ্ছে বলে সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। ওমান সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে সেখানে বসবাসরত প্রবাসীরা।
ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন সিদ্ধান্ত জারি করেছে সুপ্রিম কমিটি। নতুন সিদ্ধান্তগুলো হলো।
১. এখন থেকে ওমানে প্রবেশের আগে কোনো নাগরিক বা ভ্রমণকারীকে পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। দেশটির অনুমোদিত টিকা গ্রহণ করা সকল ভ্রমণকারী ওমানে প্রবেশ করতে পারবে।
২. শুধুমাত্র বন্ধ জায়গায় ও বাড়ির বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
৩.শতভাগ কর্মী দিয়ে হোটেল পরিচালনা করতে পারবে।
এছাড়াও, আগামী ৬ মার্চ থেকে দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীদের নিয়ে সশরীরে পুনরায় ক্লাস চালু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ক্লাসে আসা সকল শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কমিটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় সম্মেলন বা প্রদর্শনীতে ৭০ শতাংশ দর্শনার্থী উপস্থিত হতে পারবে। তবে তাদের অবশ্যই দেশটির স্বাস্থ্য সর্তকতা মেনে চলতে হবে।
এদিকে, ওমানে আসা সকল ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশের ১৪ দিন আগে অবশ্যই ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্ত আজ পহেলা মার্চ থেকেই কার্যকর হবে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “করোনা সংক্রমণ কমিয়ে নিয়ে আসতে এখন থেকে ওমানে প্রবেশে সকল নাগরিক ও ভ্রমণকারীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। যে যাত্রীরা অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছে তাদের করোনার পিসিআর পরীক্ষার সনদ উপস্থাপন করতে হবে না।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post