ক্রমেই ওমানে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। এর মানে দেশটি এখন করোনা সংক্রমণের শিখরে রয়েছে। করোনা সংক্রমণ নিয়ে সুলতান কাবুস ইউনিভার্সিটির কলেজ অফ মেডিসিনের সহকারী অধ্যাপক ও সংক্রামক রোগের পরামর্শদাতা ডঃ জাইদ আল খাত্তাব আল হিনাই এই কথা জানান।
তিনি বলেন, “আমি মনে করি রমজান মাসে সংক্রমণ হার কিছুটা কমবে। তবে সতর্কতার অভাব থাকলে সংক্রমণও বাড়তে পারে। তাই দ্রুত করোনা বিস্তার রোধে প্রয়োজনীয় বিধিনিষেধগুলো সঠিকভাবে পালন করতে হবে।
যদিও ওমানের ওমিক্রন সংক্রমণের হার বেড়ে গিয়েছে, তবুও নাগরিকদের আহ্বান করবো যেনো সকলেই করোনা সংক্রমণ রোধে প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে। যেমন, মাস্ক পড়া, হাত ধোয়া, জীবাণুমুক্ত করা, স্যানিটাইজার ব্যবহার করা, বায়ুচলাচল বাড়ানোর জন্য জানালা খোলা রাখা ইত্যাদি।”
তিনি আরো বলেন, “যদি আপনি মনে করেন যে আপনার উপসর্গ আছে, যেমন গলা ব্যথা, নাক বন্ধ, কাশি, জ্বর বা শরীর ব্যথা তাহলে অবশ্যই নিজেকে সকলের থেকে আলাদা রাখুন। অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিন। এর মধ্যে বুস্টার ডোজ গ্রহণও অন্তর্ভুক্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post