চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। মঙ্গলবার (১৫-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন শনাক্তের সংখ্যা ১৫১১ জন এবং মৃতের সংখ্যা ৫ জন। গতকালের তুলনায় আজ শনাক্ত ৪৬৮ জন কমলেও মৃত বেড়েছে দুইজন।
বর্তমানে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১৯০ জন। আজ নতুন ১৫৩৫ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ১২৯ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২১৬ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৮ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন।
যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৮২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post