এ যেন হলিউডের বিখ্যাত মুভি ‘স্নেক্স অন এ প্লেন’- এর বাস্তব প্রতিচ্ছবি। তবে সিনেমার মতো অতো ভয়ংকর পরিস্থিত তৈরি হয়নি এখানে। সাপের উপস্থিতি শনাক্ত হওয়ার সাথে সাথেই জরুরি অবতরণ করেছেন বিমানের পাইলট।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার এয়ার এশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে এই ঘটনা ঘটে। এয়ারলাইনস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের কেবিনে যাত্রীদের মাথার ওপরের আলোর ভেতরে নড়াচড়া করছিল সাপটি।
তবে লাইট ফিটিংসের স্বচ্ছ আবরণীর ভেতরে থাকায় তা যাত্রীদের মধ্যে এসে পড়েনি। গত সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বোর্নিও দ্বীপের তাওয়াওগামী একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে।
এয়ার এশিয়া বলছে, সাপটির উপস্থিতি টের পেয়েই যথাযথ ব্যবস্থা নিয়েছেন বিমানের ক্যাপ্টেন। তিনি তাওয়াওয়ের ৯০০ কিলোমিটার পশ্চিমে কুচিং শহরে অবতরণ করেন। পরে যাত্রীরা আরেকটি ফ্লাইটে চড়ে গন্তব্যে রওনা হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post