ওমানে তৃতীয় পর্যায়ে শুরু হলো সাইকেল রেসিং। ১৮০ কিলোমিটার ব্যাপী চলছে এই রেসিং। মাস্কাটের সুলতান কাবুস ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে আল-সাহওয়া, জাবাল আল-আমরাত, আল হাজের, ওয়াদি আল আরাবিয়ান, দুঘমর ও কোরিয়াত আকাবা রোডে গিয়ে শেষ হয় এই রেসিং।
আজ এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, “চলতি বছরের তৃতীয় পর্যায়ে ১৮০ কিলোমিটার ব্যাপী চলেছে এই সাইকেল রেসিং। যে রাস্তাগুলোতে সাইকেল রেসিং হয়েছে তার পাশে কোনো যানবাহন পার্কিং করার অনুমতি দেওয়া হয় নি।
তাই এই রেসিং সঠিকভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতার প্রশংসা করেছে পুলিশ। শনিবার সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আল মাওয়ালাহ. মাস্কাট এক্সপ্রেসওয়ের দিক দিয়ে গ্র্যান্ড মসজিদ রোডে গিয়ে শেষ হয় এই রেসিং কার্যক্রম।
গত বছর ২৩শে জুলাই শুরু হয় এর প্রথম পর্যায় কার্যক্রম।” এই সাইকেল রেসিংয়ের নিরাপত্তায় ছিলো হেলিকপ্টার এবং সামনে পিছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post