চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৫৬ জন এবং মৃতের সংখ্যা ২ জন। গতকালের তুলনায় আজ শনাক্ত ৫৩ জন বাড়লেও মৃত কমেছে ৬ জন। বুধবার (৯-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৫৬ জন। আজ নতুন ১৭২৬ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৪৭৩ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৯০ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৪ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন।
যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৭১ জন। গতকালের তুলনায় আজ নতুন শনাক্ত এবং হাঁসপাতালে ভর্তি ঊর্ধ্বমুখী রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকে সারা বিশ্বে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতো বিশালসংখ্যক প্রাণহানিকে দুঃখজনক মাইলফলক বলেও অভিহিত করেছে সংস্থাটি। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এদিকে এখন পর্যন্ত ওমানের প্রায় ৯০ শতাংশ নাগরিক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় ৩১ লাখ ৯১ হাজার ৯১২ জন করোনার প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং দুটি ডোজ গ্রহণ করা লোকের সংখ্যা ২৯ লাখ ৭৬ হাজার ৮৭২ জন এবং তৃতীয় ডোজ পেয়েছেন ৫ লাখ ৭ হাজার ৪৪০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post