ওমানের রাজধানী মাস্কাটের আকাশসীমায় দেখা দিতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশের স্টেশন। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন কয়েক মিনিটের জন্য দৃশ্যমান হবে এই স্টেশন। তাই যারা ইঞ্জিনিয়ারিং, জ্যোতির্বিদ্যা এবং মহাকাশের প্রতি মুগ্ধ তাদের কাছে আগামী কয়েক দিন টেলিস্কোপের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) দেখার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৫-২১ মিনিটে অল্প সময়ের জন্য দেখা মিলবে। তবে ১৬ ফেব্রুয়ারি দীর্ঘ সময়ের জন্য এটি দেখতে পারবেন দর্শনার্থীরা। ওইদিন ৭ মিনিট পর্যন্ত ওমানের আকাশে থাকবে এই স্টেশনটি। নাসার মতে, স্টেশনটি পশ্চিম-উত্তর-পশ্চিমে ১০ ডিগ্রি উপরে প্রদর্শিত হবে এবং দক্ষিণ-পূর্বে ১০ ডিগ্রি উপরে অদৃশ্য হয়ে যাবে।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওমানের আকাশে দেখা যাবে স্টেশনটি। এটি ১৭ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় সময় সকাল ৫-১৯ মিনিটে ওমানের আকাশে থাকবে, এই সময়ে টানা ৬মিনিট দেখা যাবে। পরেরদিন শুক্রবার ভোর ৪-৩৪ মিনিটে মাত্র ২মিনিটের জন্য দেখা যাবে। পরদিন শনিবার সকাল ৬-৭ মিনিটে মাস্কাটের আকাশসীমায় দেখা যাবে পাঁচ মিনিটের জন্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post