চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আশঙ্কাজনক হারে বাড়ছে দৈনিক শনাক্তের সংখ্যা। দেশটিতে গত ৩ দিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬৯৩ জন এবং মৃতের সংখ্যা ৯ জন। তবে সর্বশেষ গত বৃহস্পতিবার নতুন শনাক্ত রোগীর তুলনায় আজ শনাক্ত কিছুটা কমেছে। বৃহস্পতিবার যেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিলো ২ হাজার ৪৪১ জন, সেখানে আজ নতুন শনাক্তের সংখ্যা ১৭৫৭ জন।
রবিবার (৩০-জানুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনাক্ত রোগীর সংখ্যা ১৫৪৭ জন এবং এর আগের দিনে শনাক্ত হয়েছেন ২৩৮৯ জন।দেশটিতে বর্তমানে শনাক্ত রোগীর প্রায় ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ প্রতিরোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডাঃ আমাল বিনতে সাইফ আল মানি। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৪৬৪০ জন।
বর্তমানে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৬০ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪৬৫ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৪৩ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৯ জন। যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৫৩ জন। আজ শনাক্ত কমলেও মৃত এবং হাসপাতালে ভর্তি সবই ঊর্ধ্বমুখী রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post