হুন্ডির মত অবৈধ পথে লেনদেনে প্রবাসীদের নিরুৎসাহিত করতে এবং বৈধপথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের মাঝে এখন থেকে একসাথে কাজ করবে ওমানের সর্ব-বৃহৎ মানি এক্সচেঞ্জ কোম্পানি “ইউনিমনি” ও প্রবাস টাইম। রবিবার (৩০-জানুয়ারি) এক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন ইউনিমনি এক্সচেঞ্জের মার্কেটিং হেড জীবন কুমার সেন।
এখন থেকে ওমান প্রবাসীদের মাঝে জন সচেতনতা তৈরি করতে মিডিয়া স্পন্সর হিসেবে ইউনিমনির সাথে কাজ করবে ওমানের শীর্ষ বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রবাস টাইম। প্রবাসীরা কোনো ধরনের ঝামেলা ছারাই এবং মানি এক্সচেঞ্জে না এসেও ঘরে বসেই টাকা পাঠাতে পারবেন ওমান থেকে। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জীবন কুমার বলেন, “আমাদের অনেক প্রবাসী শহরের বাহিরে কাজ করেন, তাদের জন্য এক্সচেঞ্জে এসে টাকা পাঠানো অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। আবার বর্তমানে করোনার কারণে এক্সচেঞ্জে এসে টাকা পাঠানো এক ধরণের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় প্রবাসীদের সুবিধার্থে আমরা একটি অ্যাপ তৈরি করেছি। যে অ্যাপ এর মাধ্যমে প্রবাসীরা চাইলে ঘরে বসেই নিজে নিজে মুহূর্তেই দেশে টাকা পাঠাতে পারবেন।”
জীবন আরো বলেন, “একজন প্রবাসী প্লে স্টোর থেকে ইউনিমনি ওমান অ্যাপ ডাউনলোড করে সাইনআপ সম্পন্ন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে (৯১৯৫৪৩৮০ অথবা ৯০১২৪০৫৫) যোগাযোগ করলে আমরা তার নামে একটি আইডি করে দিবো, যেখান থেকে তিনি অনায়াসেই টাকা পাঠাতে পারবেন এবং বাংলাদেশ সরকার ঘোষিত প্রণোদনা ও পাবেন।”
ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ থেকে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে যুক্ত হন প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল-হাসান। এ সময় তিনি বলেন, “অনেক সময় প্রবাসীরা না বুঝেই হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান, যা ওমান ও বাংলাদেশ সরকারের আইনে অনেক বড় ধরণের অপরাধ। এতে করে যেমনিভাবে দেশের ক্ষতি হয়, ঠিক তেমনিভাবে অনেক প্রবাসীর জীবন ও ধ্বংস হয়ে যায়। বর্তমানে ওমানের জেলে অসংখ্য প্রবাসী বন্দী রয়েছেন শুধুমাত্র হুন্ডিতে জড়িত থাকার অপরাধে। এখন থেকে প্রবাসীদের মাঝে জনসচেতনতা তৈরিতে ইউনিমনির সাথে কাজ করবে প্রবাস টাইম।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post