ওমানে মহামারি করোনায় পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ল আজ। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘন্টায় ৪৬৩ জন নতুন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয় যে, নতুন আক্রান্তদের মধ্যে ২১০জন ওমানি নাগরিক এবং বাকি ২৫৩ জনই প্রবাসী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,২৫৭ জন সুস্থ ১,৮৪৮ জন্য এবং মৃত্যু মোট ৩৪ জন।
এদিকে আসন্ন পবিত্র ঈদকে কেন্দ্র করে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমানজুড়ে বসবাসকারী সকল নাগরিকদের আবাসিক ভবন, অফিস স্থাপনাসহ সরকারী এলাকায় সর্বদা মাস্ক পরার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই নির্দেশনা না মানলে তাদের সর্বোচ্চ এক হাজার ৫০০ রিয়াল জরিমানা করা হবে। রয়েল ওমান পুলিশ (আরওপি) থেকে মেজর মুধর আল মাজরুই এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুনঃ প্রবাস টাইম প্রতিভার সন্ধানের ফলাফল
আল মাজরুই বলেন, ওমানের করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারী নিয়ে কাজ করা সুপ্রিম কমিটি জানিয়েছে এই সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। একই সাথে তাদের তালিকা প্রকাশ করবে সরকার। তিনি আরও বলেন, “যে সকল ব্যক্তি আবাসিক ভবন, অফিসসহ বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া চলাচল করবে তার ২০ রিয়াল জরিমানা করা হবে। তবে এই আইন যদি একমাসে আরও কয়েকবার ভঙ্গ করে তাহলে এই জরিমানার পরিমাণ এক হাজার ৫০০ রিয়াল পর্যন্ত বৃদ্ধি পাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post