সৌদি আরবের জাতীয় পতাকা অবমাননার অপরাধে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি বন্দর শহর জেদ্দা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে জানাগেছে, জাতীয় পতাকা অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় আবর্জনা থেকে এক ব্যক্তি সৌদি আরবের পতাকা সংগ্রহ করছেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরাই আবর্জনার মধ্যে সৌদি পতাকা ফেলে দিয়েছিলেন।
ওই ভিডিওতে এক ব্যক্তিকে আবর্জনা থেকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করার পর পরিষ্কার করে ভাঁজ করতে দেখা যায়। সৌদি পতাকাতে আল্লাহর একাত্মবাদের ঘোষণা— ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সা. আল্লাহর রসুল’ খোদাই করা রয়েছে।
তবে গ্রেপ্তারকৃতদের নাম, পরিচয় উল্লেখ করা হয়নি। এই ভিডিও দেখেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মক্কা পুলিশের এক মুখপাত্র জানান, কেউ সৌদি পতাকা লঙ্ঘন করলে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদির পাবলিক প্রসিকিউশন বিভাগ জাতীয় পতাকা কিংবা সৌদির কোনো প্রতীক অবমাননা নিয়ে সতর্ক করেছিল। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার রিয়াল জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এদিকে সম্প্রতি লক্ষ করা গেছে, বিদেশের মাটিতে কিছু প্রবাসী রাতারাতি ভাইরাল হওয়ার লক্ষে এমন কিছু ভিডিও তৈরি করেন, যা নিন্দনীয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসে একেকজন বাংলাদেশী মানেই একজন রাষ্ট্রদূত। একজন প্রবাসী যেমনিভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন, ঠিক তেমনিভাবে একজন প্রবাসীর ভুলের জন্য দেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই ধরনের কাজ করা থেকে প্রবাসীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post