বাবা কুয়েত প্রবাসী। আদরের ছেলেকে বিয়ে করাবেন, তবে ব্যতিক্রমী আয়োজন দিয়ে। নিজের ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিলেন কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী জালাল আহাম্মেদ।
গত ২৬ জানুয়ারি দুপুর ২টায় জাকির হোসেন তার বোন-জামাই, ভাই ও মা-বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামে। এ সময় হেলিকপ্টারে বর যাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন। উপজেলার একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামের ডা. গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আখির সঙ্গে বিয়ে হয় জাকিরের।
খোঁজ নিয়ে জানা যায়, জাকির হোসেন একজন ব্যবসায়ী। তিনি স্থানীয় ভোগই বাজারে হার্ডওয়ারের ব্যবসা পরিচালনা করেন। এ ছাড়াও এলাকায় তার একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। তার প্রবাসী বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ গ্রহণ করেন।
প্রবাসী জালাল হোসেন জানান, তার দুই ছেলে দুই মেয়ে সন্তানের মধ্যে জাকির সবার বড়। দীর্ঘ দিনের শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন। তাই ইচ্ছে পূরণ করতে রাজধানী থেকে তিন লাখ ৫০ হাজার টাকায় ভাড়া করেছেন হেলিকপ্টার। কনের বাড়িতে পৌঁছানোর পর যথাসময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এভাবে ছেলেকে বিয়ে করাতে পেরে তিনি বেশ পুলকিত। বর বহন করা হেলিকপ্টারটি একনজর দেখতে কনের বাড়িতে উৎসুক জনতা ভিড় করেন। জাকিরের শ্বশুর ডা. গিয়াস উদ্দিন বলেন, আমি গর্বিত, জামাই হেলিকপ্টারে করে আমার মেয়েকে নিতে এসেছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post