কোভিড -১৯ মোকাবিলায় সুপ্রিম কমিটি জারি করা নির্দেশনা মাথায় রেখে আগামী ২৩ শে মে শনিবার সন্ধ্যায় শওয়ালের চাঁদ পর্যবেক্ষণ করতে সবাইকে আহ্বান জানিয়েছে ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (এমইআরএ)।
শুক্রবার ওমান নিউজ এজেন্সির অনলাইনে জারি করা এক বিবৃতিতে (ওএনএ) বলেছে: “আমরা সবাইকে এই বছরের শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী ২৩ শে মে শনিবার সবাই স্বাস্থ্যবিধি মেলে চাঁদ পর্যবেক্ষণ করুণ। এই বছর করোনাভাইরাস মোকাবেলায় ঈদের দিন কোনও প্রকার জমায়েত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
আরও পড়ুনঃ ওমানে আইন অমান্য করলে ২০০ রিয়াল জরিমানা
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ‘‘দেশটির সুপ্রিম কমিটি করোনা মোকাবেলায় অনেক সর্তক। তাই কোনও প্রকার জমায়েত না করে ও স্বাস্থ্যবিধি মেনে সকল ওমান নাগরিকদের ঈদ উদযাপন করার জন্য আহ্বান জানানো হয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post