ওমানি যুবকদের দেশটির মৎস্য খাতে কাজ করতে ও এই খাতে কর্মসংস্থান আগের তুলনায় বৃদ্ধি করতে মৎস্য মন্ত্রনালয় আল-সাওয়ারি আন্তর্জাতিক সংস্থার সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ওমনি যুবকদের মৎস্য খাতে কাজ করতে সক্ষম করার লক্ষ্যে মৎস্য সম্পদ বিষয়ক উপসচিব ড. সৌদ বিন হামদ আল হাবসি একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করছে আল-সাওয়ারি আন্তর্জাতিক সংস্থার সাথে। নতুন চুক্তিতে সংস্থাটি ওমানের ফিশিং বোট উন্নয়নে কাজ করবে। সুত্রঃ ওমান অবজারভার
আরও পড়ুনঃ ওমানে আইন অমান্য করলে ২০০ রিয়াল জরিমানা
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ‘‘নতুন এই চুক্তির মাধ্যমে দেশটির মৎস্য খাতে আরো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। একই সাথে এই খাতে ওমানি নাগরিকের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে সরকার। তবে অবশ্যই যাদের সমুদ্রে মৎস্য শিকারের অভিজ্ঞতা আছে বা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই ফিশিং বোড ব্যবহার করতে পারবে। অন্যকেউ যাদের প্রশিক্ষণ নেই তারা ফিশিং বোড ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post