মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বেশিরভাগ অঞ্চলে আজও ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। এই ঝড় আগামী দুইদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৩-জানুয়ারি) ওমান আবহাওয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়, ওমানের বেশিরভাগ অঞ্চলে ধূলি ঝড় বাড়ছে। সেইসাথে তাপমাত্রা কমছে ব্যাপকভাবে। ঝড়ের কারণে যানবাহন চলাচলে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড বাতাসের কারণে বেশ উত্তাল রয়েছে আরব সাগর।
মরু অঞ্চল গুলোতে বাতাসের সাথে বাড়ছে ধূলিঝড়। রবিবার রাজধানী মাস্কাটে সর্বোচ্চ ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও সাইক অঞ্চলে সর্বোচ্চ ১৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪ ডিগ্রি, ইবরিতে সর্বোচ্চ ২১ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি, রুস্তাকে সর্বোচ্চ ২১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি, হাইমাতে সর্বোচ্চ ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি, কাসাব অঞ্চলে সর্বোচ্চ ১৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই বালু ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বাতাসের কারণে ধুলো-বালি উড়ছে যা কিছু এলাকায় দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যারা অ্যালার্জিতে ভুগছেন তাদেরও বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
এদিকে, ওমানের ধোফার অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও আল দাহিরা অঞ্চলে ৭.২ ডিগ্রি রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post