ওমানে গতমাসে করোনা নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছুদিন ধরে দেশটিতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের হার। তাই দেশটির সুপ্রিম কমিটি এরই মধ্যেই সাধারণ জনগণ ও সকল প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে। এই অবস্থায় দেশটির ৫ টি হোটেল সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “নতুন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ায় সকল হোটেলকে প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়। কিন্তু দেশের ৫টি হোটেল এই নির্দেশনা সঠিকভাবে মেনে না চলার দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post