মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের ঊর্ধ্বমুখী করোনা। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন শনাক্তের সংখ্যা। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সুপ্রিম কমিটি।
বুধবার (১২-জানুয়ারি) এক বৈঠকে কমিটি জানিয়েছে আগামী সপ্তাহ থেকে ওমানে প্রাথমিক বিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, “চলমান করোনা পরিস্থিতি কিছুটা বেড়ে যাওয়ায় এবং দেশে ওমিক্রনে সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসার জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি ওমানে ওমিক্রনের ব্যাপক বিস্তার লাভ করেছে। দেশটিতে বেশ অনেকদিন ধরে করোনা নিয়ন্ত্রিত থাকলেও বর্তমানে দেশটিতে করোনা পরিস্থিতি আগের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। আগামী ১৬ই জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটি জানিয়েছে, দেশের সকল নাগরিকদের অবশ্যই করোনা সতর্কতামূলক ব্যবস্থার গ্রহণ করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। সকল প্রতিষ্ঠানকে ৫০ শতাংশের উপর গ্রাহক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post