ওমানের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২১/২০২২ শিক্ষা বর্ষের কোরআন প্রতিযোগিতায় বর্ষসেরা হলেন বাংলাদেশী শিশু আরিয়াফ। তার দেশের বাড়ি বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়৷ আরিয়াফের পিতা বর্তমানে ওমানের “জেনারেল ডিপার্টমেন্ট অব কোর্টস” এর একমাত্র লাইসেন্স প্রাপ্ত অফিসিয়াল ইন্টারপ্রেটার হিসেবে কর্মরত আছেন।
আরিয়াফের বাবা মুহাম্মদ শরীফুল ইসলাম প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। তিনি বলেন, ওমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২১/২০২২ শিক্ষা বর্ষের কোরআন প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপে বাচাই শেষে পুরো মুসান্দাম প্রদেশে আমার মেয়ে প্রথম হয়েছে। এটা শুধু আমার জন্য গর্বের নয়, ওমানের গোটা বাংলাদেশীদের জন্য গৌরবের।
শিশু আরিয়াফের মা মারিয়াম খানও পবিত্র মদীনাহ মোনাওয়ারাহ থেকে গ্রাজুয়েশন ও কোরআন হেফজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি ওমানে একটি কোরআন সেন্টার পরিচালনা করেন।ইতিপূর্বে আরিয়াফের বড় বোন ইয়ারা মুহাম্মদ শরীফুল ইসলামও একই প্রতিযোগিতায় পুরো প্রদেশে প্রথম হয়েছিলো।
ওমানে বাংলাদেশী ছাত্রছাত্রীরা আরব অনারব সকল দেশে একাডেমিক নন একাডেমিক সকল সেক্টরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। যথাযথ পরিচর্যা ও সহযোগিতা পেলে এই সফলতার গতি আরো বৃদ্ধি পেতো বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post