সংযুক্ত আরব আমিরাতে ফের হু হু করছে বাড়ছে করোনার নতুন সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮৮ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪ জন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬২৭ জন।
শনিবার (৮ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৮৬৬ জন, মারা গেছেন ২ লাখ ১৭৩ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫২ হাজার ১২০ জন। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৬ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৯৬ হাজার ৩৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৬ হাজার ৪৩০ জন।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৯৭ হাজার ৪৮ জন। এছাড়া সংক্রমণ বেড়ে ৩০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫৬ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post