ওমানের বিভিন্ন প্রদেশে উল্লেখযোগ্যহারে কমতে শুরু করেছে তাপমাত্রা। দেশটির বিভিন্ন প্রদেশে এরইমধ্যে তুষারপাত শুরু হয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, “গত বছরের তুলনায় চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে তাপমাত্রা কমতে শুরু করেছে।
এবছর মাস্কাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গত বছর জানুয়ারি মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আল বুরাইমি প্রদেশে সর্বনিম্ন ২.৫ ডিগ্রি ও সর্বোচ্চ ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত বছর একই সময় ছিলো সর্বনিম্ন ৩.৪ ও সর্বোচ্চ ১২ ডিগ্রি সেলসিয়াস।”
এদিকে দেশটির পাহাড়ি অঞ্চল বিশেষকরে জাবাল আশ সামস অঞ্চলে তুষারপাত শুরু হয়েছে। এ আরো বেশকিছু অঞ্চলে তুষারপাতের খবর পাওয়া গেছে। শীতকালীন রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post