নিম্নচাপের কারণে ওমান সাগরের পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওমান আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগরের পানি ৩ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময় সমুদ্র খুব উত্তাল থাকবে। আগামীকাল মুসান্দাম প্রদেশের উপকূলীয় এলাকায় দুই মিটার পর্যন্ত সমুদ্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গতকয়েকদিনে দেশটির বিভিন্ন প্রদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওমানের মাস্কাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, সাইকে সর্বোচ্চ ১০ এবং সর্বনিম্ন ১, ইবরিতে সর্বোচ্চ ১৮ এবং সর্বনিম্ন ৮, রুস্তাকে সর্বোচ্চ ২১ এবং সর্বনিম্ন ১১, হাইমাতে সর্বোচ্চ ২২ এবং সর্বনিম্ন ১১ এবং খাসাবে সর্বোচ্চ ১৯ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, দেশটির মরুভূমি এবং খোলা এলাকাগুলোতে আগামী দিনে তাপমাত্রা আরো কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে দেশটির সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আল বুড়াইমি প্রদেশে ভোর রাতে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post