ওমানের চলমান ভারী বর্ষণে রাজধানী মাস্কাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই এলাকাগুলো থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। আজ এক বিবৃতিতে সিডিএএ জানিয়েছে, “ভারী বর্ষণের কারণে মাস্কাটের অনেক অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে।
ওয়াদিসহ বেশ কয়েকটি রাস্তা নিম্নচাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাগুলোতে বর্তমানে সকল ধরনের যানচলাচল বন্ধ রেখেছে প্রশাসন। উদ্ধারকৃত নাগরিকদের মধ্যে আল গোবরা এলাকা থেকে ৩৫ জন এবং বৌশার ও উত্তর আল হিল থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে সিডিএএ।
ওমানের চলমান নিম্নচাপটি আজ শেষ হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এমতাবস্থায় জানমালের নিরাপত্তার স্বার্থে দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে বন্যা কবলিত এলাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে নিষেধ করা হয়েছে।
এছাড়াও আজ দেশটির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে দেশটির মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মাস্কাট, বুড়াইমি, আল দাহিরাহ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ ও উত্তর আশ শারকিয়াহ প্রদেশে আকাশ মেঘলা থাকবে।
সিডিএএ জানিয়েছে, “বৃষ্টির পানি আটকে থাকা রাস্তায় কোনো নাগরিকদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকলকে বাড়ী থেকে বের হবার সময় অবশ্যই আবহাওয়া বার্তা জেনে বের হবার আহ্বান করা হয়েছে। কোনো ব্যক্তি যদি জলাবদ্ধতায় আটকে যায় তাহলে অবশ্যই সাহায্যের জন্য ৯৯৯৯ অথবা ২৪৩৪৩৬৬৬ নম্বরে কল করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post