ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে, ‘‘দেশটিতে করোনাভাইরাসের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ দেশের জনগণ সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলেনা। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়াও আক্রান্ত করোনা রোগীদের সুস্থ হয়ে বাড়ি ফিরতে গড় সময় লাগছে ২ সপ্তাহ। তবে গুরুতর রোগীর ক্ষেত্রে তিন থেকে ছয় সপ্তাহের প্রয়োজন বলে মনে করে স্বাস্থ্য মন্ত্রণালয়।”
মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটিতে অনেক রোগী যাদের উপসর্গ দ্রুত দেখা যাচ্ছে না। তাই সকল নাগরিকদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী শ্রমিকদের বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের উপসর্গ দেখা দিলে সাথে সাথে পরীক্ষাকেন্দ্রে করোনা পরীক্ষা করতে হবে। নিয়োগকর্তারা যেনো এই বিষয়ে প্রবাসীদের সহযোগিতা করে সেই আহবান জানিয়েছে স্বাস্থমন্ত্রণালয়।
আরও পড়ুনঃ করোনায় বড় কষ্টে আছেন প্রবাসী শ্রমিকেরা
করোনাভাইরাস পরীক্ষার যথার্থতার বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে যে, পরীক্ষায় নির্ভুলতার হার প্রায় ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশ পরীক্ষার ফলাফল প্রথমবারে নেতিবাচক ফলাফল দেখা পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post