রাজধানীর অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইস্পি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (১-জানুয়ারি) রাতে ঢাকার পল্টন, শাহবাগ, গুলিস্তান, কমলাপুর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। রাজধানীর এইসব ফুটপাত এবং ফুটওভারব্রিজে রাত কাটানো ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাকিল হোসেন বলেন, ‘ঢাকায় এবার বেশ শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাঁপছেন। আমরা সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র।’ তিনি আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারি। অন্যদিকে অন্তত বিবেকের কাছেও দায়মুক্ত হয়ে সান্ত্বনাটুকু পাওয়া যায়।’
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক – অনিক হাসান কামাল, সহ সভাপতি বাইজিদ আল-হাসান, কাজী মাসুদ, সৈয়দ আসিকুর রহমান, আাশরাফ উদ্দিন এবং জি এম রাসেল সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post