সংযুক্ত আরব আমিরাতের যেসব নাগরিক টিকা নেয়নি, তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করবে দেশটি। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এই নীতি কার্যকর করবে আমিরাত সরকার। গতকাল শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ভ্রমণের জন্য যোগ্য হতে পরিপূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের একটি বুস্টার ডোজও নিতে হবে। তবে চিকিৎসা ও মানবিক কাজে জড়িতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর প্রায় ৮৫ শতাংশ হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম জনসন এন্ড জনসনের বুস্টার ডোজ। সম্প্রতি এ তথ্য দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একদল গবেষক।
সারা বিশ্ব যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যস্ত, তখনি কিছুটা হলেও স্বস্তির বাণী শুনালো মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান জনসন এন্ড জনসন। দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রায় ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর ওপর গবেষণা চালিয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ তথ্য জানায়। গবেষক দল ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post