করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর আগেকার সব রেকর্ড ভেঙে গেছে যুক্তরাজ্যে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চসংখ্যক সংক্রমণ-মৃত্যু দেশটি দেখল গত বৃহস্পতিবার। সরকারি তথ্য অনুযায়ী, ওইদিন যুক্তরাজ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং এই রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৩২ জনের। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, মহামারির গত দুই বছরে একদিনে যুক্তরাষ্ট্রে এত বেশি সংক্রমণ-মৃত্যুর ঘটনা ঘটেনি।
দেশটিতে বর্তমানে সক্রিয় করোনারোগীর সংখ্যা ২৩ লাখ ২৭ হাজার ৯২৩ জন। তারমধ্যে চলতি সপ্তাহে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫২, যা গত সপ্তাহের তুলনায় প্রায় সাড়ে ৪ হাজার বেশি।
যুক্তরাজ্যে বর্তমানে করোনা পজিটিভ হিসেবে যারা শনাক্ত হচ্ছেন, তাদের অধিকাংশই এই ভাইরাসটির রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সার্স-কোভ-২ বা মূল করোনাভাইরাসের তুলনায় ৭০ গুণ বেশি সংক্রামক এই ওমিক্রন।
বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, ভয়াবহ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার ক্ষমতা থাকলেও এই ভাইরাসটি মূল করোনাভাইরাস ও তার রূপান্তরিত ধরন আলফা, বিটা, গামা ও ডেল্টার তুলনায় কম প্রাণঘাতী। ২০২০ সালে শুরু হয়া করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বের যে দেশগুলো করোনায় সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি পার করছে তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৫০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৮ হাজার ৪২১ জনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post