ভারী বর্ষণে ওমানের জনজীবন বিপন্ন, ইতিমধ্যেই একজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল। আজ এক বিবৃতিতে আল দাখিলিয়াহ গভর্নর জানিয়েছে, সামাইলের একটি ওয়াদি দিয়ে পানির স্রোতে একটি গাড়ি ভেসে যায়। গারিতে দুইজন মানুষ থাকলেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে দক্ষিণ আল বাতিনাহ গভর্নরের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল দু’জনকে উদ্ধার করেছে। তারা রুস্তাকের একটি উপত্যকায় আটক ছিল বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। বর্তমানে তার দুইজনই সুস্থ আছে। অপরদিকে নাখাল থেকে ১৫ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
এদিকে ভারী বর্ষণ সহ বজ্র বৃষ্টির আগাম পূর্বাভাষ দিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এক সতর্ক বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওমানের বেশকিছু অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মুসান্দাম, উত্তর আল বাতিনা, বুরাইমি, আল দাহিরা, আল দাখেলিয়া এবং দক্ষিণ আল বাতিনাহ গভর্নরে ৩০ মিলিমিটার থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারী বর্ষণের কারণে কিছু কিছু অঞ্চলে বন্যাও দেখা দিতে পারে। এমতাবস্থায় নাগরিক ও প্রবাসীদের সতর্কতার সাথে থাকতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post