সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য অতিরিক্ত বিমান ভাড়ায় নাভিশ্বাস উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এয়ারলাইনসগুলোর এই স্বেচ্ছাচার থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। বেশ কিছুদিন ধরেই সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশগামী যাত্রীদের অসহনীয় বিমান ভাড়া গুণতে হচ্ছে।
চার গুণের বেশি বিমান ভাড়া দিয়ে এই রুটে আসা যাওয়া এখন খুবই অসহনীয় হয়ে উঠেছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাড়ার টাকা যোগাড় করতে না পেরে চাকরি হারানোসহ নানা শঙ্কায় পড়েছেন। একের পর এক হয়রানির কারণে তারা প্রধানমন্ত্রীর জরুরি হস্থক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, বিমানের ভাড়া এতই বেড়ে গেছে যে দুবাই থেকে প্রবাসীরা দেশে ফিরে আসতে পারছেন না। অনেকে আবার দেশে এসে বিপাকে পড়েছেন। তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। প্রবাসী ব্যবসায়ীরা বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু নজর দিক। আমরা সবদিক থেকে নির্যাতিত অবস্থায় দিন কাটাচ্ছি।’
প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ বিমানের কারণে বাকি এয়ারলাইনসগুলো সেই সুযোগটি গ্রহণ করছে। পার্শ্ববর্তী দেশ থেকে যেখানে আসা যাওয়ায় খরচ হচ্ছে মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা, সেখানে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের। অসাধু চক্রের সিন্ডিকেটের কারণে লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়ছেন প্রবাসীরা।
এ ব্যাপারে প্রবাসী ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানে এতটা বিমান ভাড়া নেওয়া হয় না। অথচ আমাদের দেশে এতো বেশি বিমান ভাড়া নেওয়া হয় যে প্রবাসীরা তাদের যাতায়াতে হিমশিম খাচ্ছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post