বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। বিশেষ করে যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, ফ্রান্স এবং পর্তুগালে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে করোনা মহামারির শুরুর পর মঙ্গলবার একদিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছেন। এর আগে শনিবার একদিনে শনাক্ত হন ১ লাখ ৪ হাজার ৬১১ জন।
ব্রিটেনেও থামছে না করোনার দাপট। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনার উপস্থিতি মিলেছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের মধ্যে। এরমধ্যে নর্দান আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডও রয়েছে।
গত ২৪ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২২ হাজারের বেশি। ইউরোপের আরেক দেশ পর্তুগালে থেমে নেই সংক্রমণ বৃদ্ধি। সাইপ্রাস, ইতালি এবং গ্রিসের মতো দেশে সর্বোচ্চ ভ্যাকসিন নেওয়া পরও এই দেশটির জনগণ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
জার্মানিতে সবশেষ করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪৮ জন। একইদিন শনাক্ত এক লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এদিকে সুবিধানজনক অবস্থানে নেই স্পেন। দেশটিতে নতুন করে শনাক্ত প্রায় লাখের কাছাকাছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post