ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের কিছু পরিষেবা আগামীকাল ২৯শে ডিসেম্বর থেকে পরবর্তী দুইদিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হবে। মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা গ্রাহকদের জানাতে চাই যে, আইনি জটিলতার কারণে আগামী দুইদিন মন্ত্রণালয়ের বেশকয়েকটি পরিষেবা বন্ধ থাকবে। এরমধ্যে রয়েছে রিয়েল এস্টেট নিবন্ধন, জমি প্রদানের ফি প্রদান এবং সকল ইউনিফাইড সার্ভিসের ফি প্রদান। আশা করা যাচ্ছে আগামী বছর পহেলা জানুয়ারি থেকে এই সেবা আবার চালু করা হবে। ”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post