বিদেশে কর্মী বাড়ছে কিন্তু কমছে রেমিট্যান্স, মহামারী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে বৈদেশিক কর্মসংস্থান খাত। গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি কর্মী গেছেন বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু একই সময়ে কমে গেছে রেমিট্যান্স আসার হার। যা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, গত বছর কাজ নিয়ে বিদেশ যান ২ লাখ সাড়ে ১৭ হাজার কর্মী। যার বিপরীতে এ বছর দ্বিগুণেরও বেশি প্রায় ৫ লাখ কর্মী বিদেশ গেছেন।
অথচ গত বছরের তুলনা চলতি বছর প্রায় ৫০ হাজার কোটি টাকা কম পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা।
এর কারণ বিশ্লেষণ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন প্রথম আলোকে বলেছেন, এখনো অনেকে অবৈধপথে দেশে টাকা পাঠায়। কারণ এই পথে বেশি সুবিধা পাওয়া যায়। এছাড়া সবেমাত্র কর্মী যাওয়া শুরু হয়েছে। এর সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন সরকারের এই কর্মকর্তা।
গত নভেম্বর মাসে যে প্রবাসী আয় এসেছে, তা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। বৈধ পথে প্রবাসী আয় এলে অতিরিক্ত ২ শতাংশ প্রণোদনা দেয় সরকার। তবে অবৈধ পথে এলে আরও বেশি অর্থ পাওয়া যাচ্ছে। ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য ৮৫ টাকা ৮০ পয়সা কিন্তু খোলাবাজারে ডলার ৯০ টাকা ছাড়িয়ে গেছে।
প্রবাসী আয় কমে যাওয়ার এমন শঙ্কা থেকেই চলতি বাজেটের আগে প্রবাসী আয়ে প্রণোদনা ২ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল প্রবাসী মন্ত্রণালয়, কিন্তু এটি আমলে নেয়নি অর্থ মন্ত্রণালয়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনা মহামারি শুরুর পর উড়োজাহাজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে অবৈধ পথে আয় আসাও বন্ধ হয়। এতে প্রবাসী আয়ে নতুন নতুন রেকর্ড হয়।
এখন যোগাযোগব্যবস্থা চালু হয়েছে, কর্মী যাওয়া বাড়ছে। ফলে প্রবাসী আয়ও কমতে শুরু করেছে। রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলছেন, এ পর্যন্ত বিদেশে মাত্র ২ শতাংশ কর্মী পাঠিয়েছে সরকার। নতুন কর্মীদের জন্য অধিকাংশ ভিসা সরবরাহ করেন প্রবাসী কর্মীরা। রিক্রুটিং এজেন্সি শুধু প্রক্রিয়ার কাজটি করে।
এতে প্রতিটি ভিসা নিয়ে একটি বাণিজ্য হয়। মধ্যপ্রাচ্য থেকে একটি ভিসা নিতে অন্তত ২ লাখ টাকা লেনদেন হয়। বৈধ পথে বিদেশে টাকা পাঠানোর সুযোগ না থাকায় এ টাকা বিদেশে যায় হুন্ডির (অবৈধ লেনদেন) মাধ্যমে। তাই বৈধ পথে টাকা পাঠানোর সুযোগ দেওয়ার ওপর দীর্ঘদিন দাবি জানিয়েছে আসছেন সংশ্লিষ্টরা। এটি করা সম্ভব না হলে ভিসা-বাণিজ্য বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তারা। যাতে স্বল্প খরচে গরীব মানুষ সহজে বিদেশ যেতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post