প্রথমবারের মতো অমুসলিম এক যুগলের জন্য ‘সিভিল ম্যারিজ লাইসেন্স’ ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া নতুন বছরে ১লা জানুয়ারি থেকে সেখানে শুক্রবারে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ সময় থেকে সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার-রবিবার। তুলে নেয়া হয়েছে অবিবাহিত যুগলের লিভ টুগেদারের ওপর থেকে নিষেধাজ্ঞা।
পশ্চিমাদের সঙ্গে তাল মিলাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর দিয়েছে। বলা হয়েছে, আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে এক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে উপসাগরীয় এই দেশটি। অগ্রগতির জন্য সামাজিক উদারীকরণের জন্য বেশ কিছু আইন আমিরাত সংশোধন করেছে গত বছর। এর মধ্যে অবিবাহিত যুগলের লিভ টুগেদারের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
এলকোহল পানের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দীর্ঘ মেয়াদে রেসিডেন্সিরও প্রস্তাব দেয়া হয়েছে। এ মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, তারা সাপ্তাহিক ছুটি পালন করবে পশ্চিমা স্টাইলে। অর্থাৎ এতদিন সেখানে সাপ্তাহিক ছুটি পালন করা হতো শুক্রবার থেকে শনিবার পর্যন্ত। কিন্তু ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে তা আর হবে না। এ সময় থেকে সেখানে সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার-রবিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post