ওমানের লিজেন্ডস ক্রিকেট লিগের প্রথম মৌসুমে অংশ নিতে ওমানে আসছেন শহিদ আফ্রিদি, মুত্তিয়া মুরালিধরন এবং শোয়েব আখতার। আগামী মাসে নতুন এই টুর্নামেন্টে অংশ নিতে ওমানে আসবেন তারা। এশিয়া এবং বিশ্বের বাকি খেলোয়াড়দের সমন্বয়ে দুইটি দল খেলবে এই টুর্নামেন্টে।
মাস্কাটের আল আমেরাত গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিটি খেলাই টি-টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হবে। এশিয়ার টিমে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের তারকা খেলোয়াড়। পূর্ণ দলে পাকিস্তানের আটজন প্রাক্তন খেলোয়াড় খেলবেন।
কিংবদন্তি পেসার শোয়েব আখতার, ব্যাটসম্যান শহীদ আফ্রিদি, অলরাউন্ডার আজহার মাহমুদ এবং মিসবাহ উল হক, মোহাম্মদ ইউসুফ এবং ইউনিস খান, পেসার উমর গুল এবং মোহাম্মদ হাফিজ। এছাড়াও শ্রীলঙ্কার খেলোয়াড় রয়েছেন: প্রাক্তন অধিনায়ক সনাথ জয়সুরিয়া এবং উইকেটরক্ষক রোমেশ কালুভিথারানা, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, তিলেকারত্নে দিলশান এবং উপুল থারাঙ্গা। একজন আফগান খেলোয়াড় আসগর।
প্রাক্তন ভারতীয় খেলোয়াড় এবং কোচ রবি শাস্ত্রী বলেন,”এই টুর্নামেন্ট অনেক উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। এশিয়ার লিজেন্ডদের সম্বনয়ে তৈরি করা হয়েছে এশিয়ার টিমটি। সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে এই টুর্নামেন্ট নতুন বিনোদনের খোড়াক যোগাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post