করোনা সংক্রমণ রোধে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে চলার নতুন নির্দেশ দিয়েছে থাইল্যান্ড। ব্যাংককে অবস্থিত ওমান দূতাবাস সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে। ওমান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “ওমিক্রনের সংক্রমণের বেড়ে যাওয়ায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন নির্দেশনায় আরো জানানো হয়েছে: ২৩ ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে প্রবেশকারী সকল ভ্রমণকারীদের অবশ্যই কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে হবে। যারা ইতিমধ্যেই তাদের QR কোড পেয়ে গেছেন, তারা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
ওমানে প্রবেশ করার জন্য যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কিন্তু এখনও QR কোড পাননি, তাদের অবশ্যই অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। যারা থাইল্যান্ডে আসবেন তাদের অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়াও থাইল্যান্ডে আসার আগে দুটি RT এবং PCR পরীক্ষা দিতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post