সারা বিশ্বে করোনার নতুন ভ্যারিয়্যাট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সর্তকতায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বর্তমান পরিস্থিতিতে ওমানে কোনো নাগরিক ভ্রমণ করতে চাইলে তাকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম-কানুন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জারিকৃত নতুন নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
১. দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি এবং মোজাম্বিক থেকে আগত যাত্রীরা ওমানে প্রবেশের অনুমতি পাবে না। এছাড়াও কোনো নাগরিক ওমানে প্রবেশের ১৪ দিন আগে যদি উপরোক্ত কোনো দেশে ভ্রমণ করে থাকে তাহলেও সেই ব্যক্তি ওমানে প্রবেশ করতে পারবে না। তবে ওমানির নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
২. যাত্রীদের কমপক্ষে একমাসের ওমানের স্বাস্থ্য বীমা থাকতে হবে। তবে এই নিয়ম ওমানি নাগরিকদের জন্য প্রযোজ্য নয়।
৩. যাত্রীদের অবশ্যই ওমান প্রবেশের ৮ ঘন্টা আগে পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ https://covid19.emushrif.om/ এই ঠিকানায় আপলোড করতে হবে। এছাড়াও পরীক্ষার একটি QR কোড সবসময় যাত্রীদের সাথে রাখতে হবে। তবে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের জন্য এই নিয়ম প্রয়োজন নেই। পিসিআর পরীক্ষার পাশাপাশি প্রত্যেক যাত্রীর ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং ভ্যাকসিনের সনদ উপরোক্ত ঠিকানায় আপলোড করতে হবে এবং প্রশংসাপত্রের QR কোড সাথে রাখতে হবে। আপলোড লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
৪. যাত্রীদের ওমানে আসার পর আরেকটি পিসিআর পরীক্ষা করাতে হবে। এবং পিসিআর পরীক্ষার ফি ওমান প্রবেশের পূর্বেই যাত্রীদের প্রদান করতে হবে। এই পিসিআর পরীক্ষার ফলাফলও https://covid19.emushrif.om/ আপলোড করতে হবে।
৫. যাত্রীদের কোয়ারেন্টাইনের নিয়মের মধ্যে রয়েছে: ওমানে আসা নাগরিকদের অবশ্যই ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিন গ্রহণ করতে হবে। অন্যথায় ১৪ দিনের কোয়ারেন্টানের নিয়ম মেনে চলতে হবে। ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনগুলো হলো: ফাইজার (২ ডোজ), এস্ট্যাজেনেকা (২ ডোজ), সিনোভ্যাক (২ ডোজ), মডার্না (২ ডোজ), স্পুটনিক ভি. (২ ডোজ), সিনোফার্ম (২ ডোজ) এবং কোভিশিল্ড (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)। এরমধ্যে শুধুমাত্র জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নিলেই হবে বাকি গুলোর ২ডোজ করে টিকা নেওয়া থাকতে হবে।
ওমান প্রবেশের পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেননি এমন প্রবাসীদের যে নিময় মনে চলতে হবে, তার মধ্যে রয়েছে: ওমান প্রবেশের পূর্বে অবশ্যই পিসিআর পরীক্ষা ও ভ্যাকসিন গ্রহণের সনদ https://covid19.emushrif.om/ আপলোড করতে হবে। একই সাথে নিজের কাছে একটি QR কোড রাখতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং করতে হবে। আসার পর ট্র্যাভেল রেজিস্ট্রেশন ফর্ম (টিআরএফ) উপস্থাপন করতে হবে। ওমান প্রবেশের পর পিসিআর পরীক্ষা করা হবে। অবশ্যই ৭ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। ৮ম দিন আবার পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় পজিটিভ হলে, উক্ত প্রবাসীকে আরো ১০ দিনের জন্য কোয়ারেন্টাইন করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post