রাজধানীর মিরপুর থেকে সংঘবদ্ধ মানবপাচারকারীর মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার(২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক।
গ্রেফতারকৃতরা হলেন, মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২), মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)। এসময় তাদের থেকে ভূয়া পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সীম এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
তিনি জানান, গত সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের কথা বলে পার্শ্ববর্তী দেশ বিশেষত ভারতে মানব পাচার করে আসছিল এরকম একটি পাচারকারী চক্রের অন্যতম তিন হোতাকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পাশ্ববর্তী দেশে মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতারকৃত মল্লিক রেজাউল হক সেলিম ও তার সহযোগিদের সাথে দেশে আরো ৫-৭ জন সদস্য রয়েছে। তাছাড়া ভারতেও তাদের বেশ কয়েকজন সহযোগী রয়েছে।
কুমিল্লা, নবাবগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে ইউরোপে উন্নত চাকরি দেওয়ার নামে বৈধ এবং অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে করে অস্ট্রেলিয়া এবং ই্উরোপে চাকরি দেয়ার নামে ১২-১৫ লক্ষ পর্যন্ত গ্রহণ করে। পরবর্তীতে দিল্লি ও কলকাতার টর্চার সেলে আটক রেখে নির্যাতন করে পুনরায় মুক্তিপন হিসেবে আরও ১৫-২০ লক্ষ টাকা আদায় করে বলে জানায় অসামিরা।
এই চক্রের অন্যান্য হোতাদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে রুপনগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান মো. মোজাম্মেল হক। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post