ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লি এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৪ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছেন অথবা তাদের অবস্থার পরিবর্তন হয়েছে।
দিল্লি ও মহারাষ্ট্রের পরেই আক্রান্তের সংখ্যা তেলেঙ্গানায় ২০, কর্নাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার তার ডাটা আপডেট করেছে। তাতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৩২৬ জন। ৫৮১ দিনের মধ্যে এটাই একদিনে আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার তার ডাটা আপডেট করেছে। তাতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৩২৬ জন। ৫৮১ দিনের মধ্যে এটাই একদিনে আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন ৩ কোটি ৪৮ লাখ। গত ২৪ ঘন্টায় সেখানে করোনায় মারা গেছেন ৪৫৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৮ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post